খেজুর খাওয়ার উপকারিতা ও অপকারিতা সম্পর্কে বিস্তারিত জানুন।
আমাদের ওয়েবসাইটে আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনি হয়তো খেজুর খাওয়ার উপকারিতা বা অপকারিতা সম্পর্কে, সকালে খেজুর খেলে কি হবে কিংবা আজওয়া খেজুর সম্পর্কে জানার চেষ্টা করছেন। আপনি যেটা চাচ্ছেন তা হয়তো এখানে পাবেন, যদি আপনি এই পোস্টের শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে পারেন।
আপনি এখানে আরো জানতে পারবেন, কোন খেজুর খেলে উপকার বেশি বা দুধের সাথে খেজুর খেলে কি উপকার হবে। এমনকি খেজুর খেলে কিছু ক্ষতিকর দিক বা অপকারিতা আছে সে সম্পর্কে আপনি জানতে পারবেন।
ভূমিকা
খেজুর খাওয়ার মধ্যে অনেক উপকার আছে, তবে সবথেকে উত্তম সময় হচ্ছে সকাল বেলা খাওয়া।খেজুরের পরিপূর্ণ পুষ্টিগুন পাবেন যদি আপনি খেজুরটা ভিজিয়ে খেতে পারেন।অন্যান্য খেজুর থেকে আজওয়া খেজুরটা বেশি স্বাদের এবং উপকারী।শরীরের আয়রন তৈরিতে খেজুর কতটা কার্যকরী তা নিচের লেখা পড়লে বুঝতে পারবেন।খেজুরের মধ্যে কিন্ত নানা রকম প্রকারভেদ রয়েছে।যা আপনাকে জেনে খেতে হবে।এমনকি খালি খাবেন নাকি দুধের সাথে মিশ করে খাবেন।সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা আছে, যা আপনি মনোযোগ সহকারে পড়লে বুঝতে পারবেন।
সকালে খেজুর খাওয়ার উপকারিতা
খেজুর সুস্বাস্থ্যের জন্য খুবিই উপকারী।খেজুরের ভিতর প্রচুর পরিমাণে পুষ্টি ও প্রোটিন আছে এবং ভিটামিন এ ও বি আছে।শরীরের স্বাভাবিক এনার্জি ধরে রাখতে প্রতিদিন সকালে সবারই খেজুর খাওয়া জরুরী।খেজুর সবার কাছেই অনেক পরিচিত একটি ভারী খাদ্য।আমরা সাধারনত রমজানের সময় বেশি বেশি খাজুর খাই।
কিন্ত খেজুর এমন পুষ্টিগূন খাবার যা সারাবছরই খাওয়া উচিত।শরীরের আয়রন স্বাভাবিক রাখতে,চুল ও ত্বকের ভারসাম্য ঠিক রাখতে নিয়মিত খেজুর খাওয়া দরকার।এমনকি সকালে নিয়মিত খেজুর খেলে ক্যান্সারের ঝুকি কমাতে সাহায্য করে।নিয়মিত খেজুর খেলে ক্যালসিয়াম বাড়ে,যার ফলে হাড় মজবুত থাকে।
খেজুর ভিজিয়ে খাওয়ার উপকারিতা
খেজুরের মধ্যে অনেক পুষ্টি উপাদান থাকে যা আমরা সবাই জানি।খেজুরে বিভিন্ন ধরনের এন্টি অক্সিডেন্ট বিদ্যমান থাকে যার ফলে হার্ট স্বাভাবিক থাকে,রক্ত সঞ্চালন ঠিক থাকে এবং মস্তিষ্ক বজায় রাখতে সাহায্য করে।খেজুর ভিজিয়ে খেলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে।
৮-১০ ঘন্টা ভিজিয়ে রাখা খেজুর সকালে খেলে আপনার হজম শক্তি বৃদ্ধি করবে,ক্ষুধা নিবারন করতে সাহায্য করবে,এমনকি মলত্যাগের সময় স্বাভাবিক ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে।তাই দেরি না করে ভিজিয়ে রাখা ৪টি করে নিয়মিত খেজুর খান,ফলাফল আপনি নিজেই বুঝতে পারবেন।
আজওয়া খেজুরের কার্যকারিতা সম্পর্কে
আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাঃ এর মতো আমাদেরও প্রিয় ফল হিসেবে খেজুর খাওয়া উচিত।আজওয়া খেজুরের নাম বিশেষভাবে বলার কারণ হচ্ছে,এই আজওয়া ফলটি সরাসরি জান্নাত থেকে আসা ফল।রাসুল সাঃ নিজেই আজওয়া খেজুরের চারা রোপণ করেছিলেন।কোন ব্যাক্তি যদি প্রতিদিন সকালে এই আজওয়া ফল কয়েকটি করে খায় তাহলে সেই ব্যাক্তিকে বিষ ও জাদুটানা দিয়ে কেউ তার কোন ক্ষতি করতে পারবেনা।
আজওয়া খেজুর খেলে শ্বাসকষ্টজনিত সমস্যা দূর করতে সাহায্য করে এবং এটি অত্যন্ত বরকতময় খাবার।তাই প্রতিদিন আজওয়া খেজুর খাওয়ার অভ্যাস করুন এবং নিজেকে স্বাভাবিক সুস্থ্যতায় বজায় রাখতে সাহায্য করুন।
খেজুর খাওয়ার উপকারিতা ও অপকারিতা
উপকারিতাঃসকালে খালিপেটে,বিকালের নাস্তায়,রাতে ঘুমানোর আগে এমনকি যেকোন সময়ে,যেকোন বয়সের মানুষের জন্য খেজুর অত্যন্ত উপকারি একটি খাবার।যদি কোন ব্যাক্তির নিয়মিত খেজুর খাওয়ার অভ্যাস থাকে তাহলে তার হজম শক্তি বাড়বে,পেশি শক্তি বাড়বে,স্মৃতি শক্তি বৃদ্ধি পাবে,
ক্যালসিয়াম বৃদ্ধি পাবে,হার্টের ঝুকি কমবে,ক্যান্সারের ঝুকি কমবে,ষ্ট্রোকের ঝুকি কমবে,ত্বক ও চুলের স্বাভাবিক অবস্থা বজায় থাকবে,হাড় মজবুত রাখতে সাহায্য করবে,এমনকি শরীরের স্বাভাবিক ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে।
অপকারিতাঃআমরা জানি যে,প্রতিটি জিনিসের ভালো দিক এবং খারাপ দিক রয়েছে।খেজুরের মধ্যেও উপকারিতা এবং অপকারিতা দুটি জিনিসই বিদ্যমান।তবে উপাকারের দিকটাই বেশি রয়েছে।আমরা আমাদের সচেতনতার জন্য খেজুরের মধ্যে যে অপকারিতা দিক রয়েছে সে সম্পর্কে জেনে রাখা ভালো।
অতিরিক্ত খেজুর খেলে আপনার শরীরের ফ্যাট বেড়ে যেতে পারে,যা আপনার হার্টের জন্য ঝুকিস্বরুপ।শরীরে যদি প্রচুর পরিমানে পটাশিয়াম থাকে তাহলে খেজুর খাওয়ার পূর্বে অবশ্যই আপনাকে ডাক্তারের সাথে পরামর্শ করে খেতে হবে।
কোন খেজুরে উপকার বেশি
আমরা সাধারনত রমজান মাসের ইফতারিতে খেজুর খেয়ে থাকি।কিন্ত যারা স্বাস্থ্য সচেতন তারা কিন্ত সারাবছরই খেজুর খেয়ে থাকেন।খেজুর সুস্বাদু এবং ভারী খাবারও বলা চলে।তবে আমাদের জানতে হবে কোন খেজুরে পুষ্টি বেশি,কোনটি বেশি উপকারী,কোন খেজুরে শক্তি বেশি,দেশি নাকি বিদেশি খেজুর ভালো।
খেজুরের পুষ্টিগুন সম্পর্কে পরীক্ষা করে জানা গেছে যে,দেশি খেজুরের তুলনায় বিদেশি খেজুর অধিক শক্তিবর্ধক এবং পুষ্টিও বেশি।বিদেশি খেজুরের মধ্যে আজওয়া এবং মরিয়ম খেজুর অধিক পুষ্টি ও শক্তিবর্ধক এবং উপকারও বেশি।তাই নিয়মিত খাদ্য তালিকায় প্রতিদিন ৩ টা করে আজওয়া খেজুর খাওয়ার অভ্যাস করুন এবং সুস্থ্য থাকুন।
দুধ ও খেজুর খাওয়ার উপকারিতা
খেজুর এবং দুধে প্রচুর পুষ্টি যা স্বাস্থ্যের জন্য অনেক উপকার।খেজুর এবং দুধ মিশিয়ে নিয়মিত খেলে প্রোটিন এবং রক্তে হিমোগ্লোবিনের পরিমান বেড়ে যায়।কেউ যদি প্রতিদিন রাতে এক গ্লাস পানিতে খেজুর ভিজিয়ে রেখে সেই পানি সকালে খায় তাহিলে কোনদিনও তার হার্টের সমস্যা হবেনা।তবে,খেজুর এবং দুধ মিশিয়ে কখন বা কাদের জন্য খাওয়া দরকার এটা নিয়ে অনেক মতভেদ আছে।
বিশেষ করে ৫ বছরের কম বয়সী বাচ্ছাদের না খাওয়ানোই ভালো।রাতে ঘুমানোর আগে এক গ্লাস গরম দুধের সাথে ২/৩ টা খেজুর খেলে তার মস্তিষ্ক সুস্থ্য থাকে,পুরুষের শারীরিক শক্তি বৃদ্ধি করে,শুক্রানু বৃদ্ধি করে,হার্ট ভালো থাকে,খুব ভালো ঘুম হবে,ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করতে সাহায্য করে।অন্তসত্তা মহিলারা যদি খেজুর এবং দুধ মিশিয়ে খায় তাহলে তার যেমন শারীরিক এবং মানসিক ক্লান্তি দূর করবে।এমনকি নবজাতক শিশুর হাড় মজবুত করে এবং রক্ত তৈরী করতে সাহায্য করে।
লেখকের মন্তব্য
আমার বিশ্বাস, এখান থেকে আপনি অনেক কিছু জানতে পেরেছেন। একটা বিষয় বলে রাখা ভালো যে, শুকনো খেজুরের থেকে পানি দিয়ে ভেজানো খেজুর এবং দুধ দিয়ে ভেজানো খেজুর খেলে বেশি উপকার পাবেন। যদি আমার লেখা আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url