৫টি উপায় মেনে গুগল এডসেন্স থেকে ইনকাম করার পদ্ধতি জানুন।
গুগল এডসেন্স থেকে যে ৫টি উপায় মেনে বা নিয়ম মেনে কাজ করতে পারলে টাকা ইনকাম করা যায়। আমরা যারা ওয়েবসাইডে কাজ করি তাদের সবারই টাকা ইনকাম করার ইচ্ছা প্রবণতা রয়েছে। গুগল এডসেন্স থেকে যে কি পরিমাণে টাকা ইনকাম করা যায়, আপনি যদি গুগল এডসেন্স থেকে টাকা ইনকাম শুরু করেন তাহলে এর বাস্তবতা উপলব্ধি করতে পারবেন।
আমরা যারা অনলাইনে কাজ করে থাকি তারা অনেকেই জানে যে গুগলের বিভিন্ন সাইড থেকে অনেক বেশি টাকা ইনকাম করা সম্ভব। পড়াশোনা শেষ করে চাকরির উপায় না পেয়ে অনেক তরুণরাই অনলাইনে কাজ করে সফলতা অর্জন করতে সক্ষম হয়েছে।
ভূমিকা
গুগল এডসেন্স থেকে টাকা ইনকাম করার পদ্ধতি সম্পর্কে আপনি যদি না জেনে থাকেন তাহলে আমি মনে করি আজকের এই পোস্টটি আপনার জন্যই। আমাদের দেশে চাকরির তেমন কোন সুবিধা বা সোর্স না থাকায় প্রতিবছর লক্ষ লক্ষ বেকার যুবকের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। জীবন যুদ্ধে টিকে থাকা তাদের জন্য কঠিন এবং কষ্টকর হয়ে পড়ছে।
তাদের জীবন এমন অবস্থায় পতিত হচ্ছে যে, তারা না পারছে পড়াশোনা করে কোন চাকরি আর না পারছে ক্ষেতে খামারে বা মাঠে কাজ করতে। তারা না পারছে নিজের জন্য কিছু করতে আর না পারছে পরিবার তথা দেশের জন্য কিছু করতে। এমন অবস্থায় বেকার যুবকের সংখ্যা যেমন বৃদ্ধি পাচ্ছে, অপরদিকে তাদের জীবন দূর্বিষহ হয়ে পরছে।
কিন্ত এই করূণ অবস্থায়ও বাংলাদেশের অনেক তরুণ যুবকেরা অনলাইন বা ফ্রিলান্সিং করে তাদের ভাগ্য পরিবর্তন করতে সক্ষম হয়েছে। পড়াশোনার পাশাপাশি কিংবা পড়াশোনা শেষ করে বেকার বসে আছেন অথবা কোন চাকরিতে কর্মরত রয়েছেন তাহলে আপনিও আপনার জীবনের গতি পরিবর্তন করতে অনলাইনে কাজ বা ফ্রিল্যান্সিং করে নিজের অবস্থার পরিবর্তন ঘটাতে পারেন।
অনলাইনে বিভিন্ন মাধ্যম আছে যেখান থেকে আপনি অল্প সময়ে অনেক বেশি ইনকাম করতে পারবেন। তার মধ্যে অন্যতম একটা সাইড বা মাধ্যম হচ্ছে গুগল এডসেন্স থেকে কি কি উপায় মেনে কাজ করলে ইনকাম করা সম্ভব। সে বিষয়ে আপনি যদি জানতে চা তাহলে পুরা লেখাটি মনোযোগ সহকারে পড়ার জন্য অনুরোধ রইলো।
পাঠকদের ইন্টারেস্ট ধরে রাখা বা মনোযোগ আকর্ষন করা
আপনি যদি কোন ওয়েবসাইটের মালিক হন কিংবা আপনার যদি কোন ওয়েবসাইট থাকে তাহলে আপনার প্রধান এবং মূল কাজ হলো পাঠকদের ইন্টারেস্ট ধরে রাখা। কেননা আপনি যদি এমন কিছু লিখে থাকেন যাতে করে পাঠকদের মনোযোগ আকর্ষন হলো না, তাহলে আপনার কোন পোস্ট লেখা না লেখা প্রায় সমান।
আরও পড়ুনঃ স্ক্রিনশটস টেকনিকস-গ্রামাটিক্যাল এরর চেকার-কপিরাইটিং-প্লেইজারিজম সম্পর্কে বিস্তারিত জানুন।
আপনি যে বিষয়ে পোস্ট লিখবেন অবশ্যই সেই পোস্ট সত্য এবং গ্রহনযোগ্যতা থাকতে হবে। পাঠকদের বিশ্বাস স্থাপন করা এবং মনোযোগ সৃষ্টি করাই মূল উদ্দেশ্য। আপনি খেয়াল করে দেখবেন ওয়েবসাইটে তো অনেকেই অনেক বিষয় নিয়ে লেখালেখি করে, কিন্ত সবার পোস্ট তো র্যাংক করেনা বা সবাই কিন্ত এক রকম টাকা ইনকাম করেনা।
পাঠকদের মনোযোগ বাড়ানো বা ইন্টারেস্ট ধরে রাখার জন্য আপনাকে অবশ্যই এমন কিছু লিখতে হবে যাতে করে পাঠক আপনার পোস্ট পড়তে আগ্রহ প্রকাশ করে। পাঠকদের ইনারেস্ট ধরে রাখার জন্য বা মনোযোগ বাড়ানোর জন্য কিছু পদক্ষেপ বা টেকনিক অবলম্বন করতে হবে। পাঠকদের ইন্টারেস্ট ধরে রাখার জন্য অন্যতম দুইটা টেকনিক বিশেষ গুরুত্বপূর্ণ। টেকনিক দুইটা সম্পর্কে নিচে বলা হলোঃ
ম্যাজিকেল টাইটেল বা আকর্ষণীয় টাইটেলঃ
পাঠকদের ইন্টারেস্ট বা আকর্ষণ ধরে রাখার জন্য প্রধান যে কাজটা করতে হবে তা হলো আপনার পোস্টের বা কন্টেনটের টাইটেল। টাইটেল যদি অকর্ষনীয় বা চমক না হয় তাহলে পাঠক আপনার পোস্ট বা কনটেন্ট পড়তে আগ্রহ প্রকাশ করবেনা বা পোস্টের মধ্যে ক্লিকও করবেনা। আপনি পোস্টের মধ্যে কি লিখছেন, কেমন ভাবে লিখছেন, ভালো নাকি খারাপ লিখছেন এগুলো তো পরের বিষয়।
পাঠকদের ইন্টারেস্ট ধরে রাখার জন্য বা পোস্ট পড়ার আকর্ষন বাড়ানোর জন্য ম্যাজিকেল বা চমকপ্রদ টাইটেল খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আপনি নিশ্চয় বুঝতে পেরেছেন পাঠকদের ইন্টারেস্ট বাড়াতে বা কনটেন্ট পড়ার মনোযোগ আকর্ষন করতে ম্যাজিকেল টাইটেল দিতে হবে।
আমি আপনি শব্দের ব্যবহার বেশি করার ভূমিকাঃ
পাঠকদের ইন্টারেস্ট ধরে রাখার জন্য এবং পোস্ট পড়ার গুরুত্ব বাড়ানোর জন্য আপনার পোস্টের মধ্যে যে জিনিসটি রাখা প্রয়োজন তা হলো, পোস্ট বা কনটেন্টের মধ্যে যে কথা যেভাবেই বলেন না কেন শব্দের মধ্যে আমি করে দেখছি, আমি প্রমাণ পেয়েছি, আপনি করে দেখেন, আপনিও বুঝতে পারবেন, মোট কথা আমি শব্দ এবং আপনি এই শব্দের ব্যবহার বেশি বেশি করা উচিৎ।
কারণ, আপনি নিজেই খেয়াল করলে দেখতে পাবেন, পোস্ট বা কন্টেন্টের মধ্যে আমি, আপনি এই শব্দের ব্যবহারের ফলে মনে হয় যেন, লেখক এবং পাঠকের মধ্যে কথোপকথন বা পাশাপাশি বসে গল্পের মতন মনে হয়। এতে পাঠকের এতো আকর্ষন তৈরী হবে যে, লেখাটি সম্পূর্ণ পড়ার ইচ্ছা বা আকর্ষন বেড়ে যাবে। তাই আপনিও আপনার পোস্ট বা কন্টেন্ট লেখার সময় আমি, আপনি এই কথাগুলো ব্যবহার করবেন।
পোস্টের মধ্যে অন্যান্য পেজ বা পোস্টের লিংক যোগ করা
পাঠকদের মনোযোগ বাড়ানোর জন্য বা ইন্টারস্ট ধরে রাখার দ্বিতীয় যে পদক্ষেপ গ্রহণ করতে হবে তা এই যে, আপনি যখন আপনার পোস্ট বা কন্টেন্ট লেখা শেষ করবেন আপনার পোস্টের মধ্যে অন্যান্য পেজের বা পোস্টের লিংক যোগ করতে পারেন। এতে করে পাঠক যখন আপনার পোস্ট পড়তে থাকবে তখন ঐসব লিংক বা পোস্টের মধ্যেও প্রবেশ করতে আগ্রহী হবে।
এতে আপনার সুবিধা হবে যে, পাঠক একটা বিষয় পড়তে এসে আরও অন্যান্য পেজে বা পোস্টে প্রবেশ করবে, এক্ষেত্রে আপনার ওয়েবসাইটটা Authentic বা বিশ্বস্ততা অর্জন করতে সক্ষম হবে। তাহলে বুঝতেই পারছেন পাঠক আপনার ওয়েবসাইটে তখনই প্রবেশ করবে যখন দেখবে আপনার পোস্ট বা কন্টেন্ট গুলো সত্য এবং বিশ্বাসযোগ্য। আপনি আপনার পোস্টে যত বেশি লিংক যোগ করবেন ততো বেশি আপনার পোস্টে Add Show করবে এবং আপনার ইনকামও বেশি হবে।
একশন বাটন যোগ করার গুরুত্ব
এডসেন্স থেকে ইনকাম করার আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলো পোস্ট বা কন্টেন্টের মধ্যে একশন বাটন যোগ করা। পূর্বে আমরা জেনে গেছি পোস্টের মধ্যে লিংক যোগ করার সুবিধা। পোস্ট বা কন্টেন্টের মধ্যে লিংক যোগ করার থেকেও এয়্যকশন বাটন যোগ করলে পাঠক আরো বেশি Authentic বা বিশ্বস্ত মনে করবে এবং পাঠকের মনোযোগ আকর্ষন বাড়বে।
যত বেশি আপনি একশন বাটন যোগ করবেন ততো বেশি Add Show করবে। আর যত বেশি এড শো করবে গুগল এডসেন্স থেকে ততো বেশি ইনকাম করা সম্ভব হবে। একশন বাটনে আপনি যত বেশি আকর্ষনীয় কিছু রাখবেন পাঠক ততো বেশি আকৃষ্ট হয়ে ভিতরে প্রবেশ করার জন্য ক্লিক করবে, লিংকে যাওয়ার আগেই গুগল এডসেন্স থেকে Add দেখাবে।
Add Skip করলেও ইনকাম হবে তবে তুলনামূলক কম, কিন্ত Add এর মধ্যে ক্লিক করলে অনেক বেশি ইনকাম হবে। এভাবে আপনি আপনার পোস্টে একশন বাটন যোগ করে আপনিও অন্যদের মতো গুগল এডসেন্স থেকে অনেক বেশি ইনকাম করতে সক্ষম হবেন।
এসইও অপটিমাইজেশন (SEO Optimization) যোগ করা
SEO Optimization সম্পর্কে আমরা অনেকেই জানিনা, আবার অনেকেই জানি। SEO= Search Engine Optimization. আমরা যারা অনলাইনে কাজ করা সম্পর্কে কিছুটা হলেও জানি তারা অবশ্যই জানি যে, ওয়েবসাইট র্যাংক করাতে এই SEO এর গুরুত্ব কত বেশি। SEO এর কাজ সহজ ভাবে বুঝতে গেলে আমরা গুগলে যা কিছু লিখে সার্চ করি এটাই SEO এর কাজ।
এর কাজ বা এটার সঠিক ব্যবহার না করলে কোন ওয়েবসাইট র্যাংক করবেনা। গুগল এডসেন্স থেকে ইনকাম করার জন্য উপরে যে বিষয় নিয়ে আলোচনা করা হলো, যেমন পাঠকদের ইন্টারেস্ট ধরে রাখা, ম্যাজিকেল টাইটেল, লিংক যোগ করা, একশন বাটন যোগ এমন সব কিছুই বৃথা বা কোন কাজেই আসবেনা যদি আপনি আপনার পোস্টে বা কন্টেন্ট লেখার সময় SEO এর নিয়মনীতি ফলো না করেন।
যার ওয়েবসাইটে SEO এর ব্যবহার বা নিয়মনীতি সঠিকভাবে পরিচালনা করতে পারবে তার ওয়েবসাইট ততো বেশি র্যাংক করবে এবং গুগল এডসেন্স থেকে অনেক বেশি পরিমাণে ইনকাম করতে সক্ষম হবে। সুতরাং বুঝতেই পারছেন গুগল এডসেন্স থেকে ইনকাম করার জন্য SEO এর গুরুত্ব সবচেয়ে বেশি।
এডসেন্স এড (Adsense Add) অপটিমাইজেশন চালু রাখা
গুগল এডসেন্স থেকে ইনকাম করার অন্যতম প্রধান হাতিয়ার হলো এডসেন্স এড অপটিমাইজেশন সিস্টেম চালু রাখা। আপনার ওয়েবসাইটে র্যাংক বা ইনকাম বাড়ানোর প্রধান মাধ্যম হলো SEO অপটিমাইজেশন নিয়মনীতি ঠিক রাখা এবং এডসেন্স এড অপটিমাইজেশন সিস্টেম চালু রাখা। এডসেন্স এড অপটিমাইজেশন চালু আছে কিনা বুঝবেন যেভাবে,
আমরা যখন কোন লিংকে ক্লিক করি লিংকে যাওয়ার আগেই যে বিভিন্ন Add Show করে এটাই হচ্ছে Adsense Add এডসেন্স এড অপটিমাইজেশন এর কাজ। আপনার ওয়েবসাইটে যতই ভালো লেখালেখি করেন না কেন, যদি SEO এবং Adsense Add অপটিমাইজেশন এর সঠিক নিয়মনীতি বা ব্যবহার ঠিক না থাকে তাহলে কোন লাভ নেই, কোন র্যাংক আসবেনা,
আর গুগল এডসেন্স থেকে কোন ইনকামও আসবেনা। তাই আমরা যেন গুগল এডসেন্স থেকে বেশি বেশি ইনকাম করতে পারি তার জন্য যে নিয়মনীতি বলা হলো তা অবশ্যই খেয়াল রাখতে হবে। কেননা আমাদের সবারই গুগল এডসেন্স থেকে টাকা ইনকাম করার ইচ্ছা বা আকাংখা রয়েছে। আপনার ওয়েবসাইটে তখনই ইনকাম শুরু হবে যখন আপনি গুগল এডসেন্স এর Add অপটিমাইজেশন চালু রাখবেন।
শেষ কথা বা লেখকের মন্তব্য
আশা করছি উপোরোক্ত আলোচনার বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। আমরা যারা অনলাইনে কাজ করছি বা এখনো কাজ শিখতেছি আমাদের সবার মূল টার্গেট হচ্ছে বেশি বেশি টাকা ইনকাম করা। পড়াশোনা শিখে চাকরি না পেয়ে অনেকেই হতাশার মধ্যে রয়েছে। প্রতিবছরেই আমাদের দেশে লক্ষ লক্ষ যুবক বেকারত্বের মধ্যে পরে যাচ্ছে।
ছোট বেলা স্বপ্ন দেখতো পড়াশোনা শেষ করে চাকরি করবে, চাকরি করে নিজের এবং পরিবারের খেদমত করবে। কিন্ত সেই আশা আমরা কজনই বা পূরণ করতে পারি। তাই আপনি যদি আপনার ক্যারিয়ার উন্নতি করতে চান, নিজের স্বপ্নকে বাস্তবায়ন করতে চান, নিজের পরিবারের জন্য কিছু একটা করতে চান, তাদের জন্য উত্তম এবং সঠিক পরামর্শ হলো অনলাইন বা আউটসোর্সিং করে টাকা ইনকাম করা।
আপনি হয়তো এখনো বুঝতে পারছেন না আমাদের দেশের অনেক যুবক অনলাইন ইনকাম করে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে। সুতরাং আপনিও বসে না থেকে কিভাবে অনলাইন থেকে বা গুগল এডসেন্স থেকে কিভাবে ইনকাম করা যায় তা নিয়ে রিসার্চ করা শুরু করুন। গুগল এডসেন্স থেকে টাকা ইনকামের যে পদ্ধতি গুলো রয়েছে যেমন,
পাঠকদের ইন্টারেস্ট ধরে রাখার পদ্ধতি, এর জন্য দরকার ম্যাজিকেল টাইটেল রাখা, পোস্টের মধ্যে লিংক যোগ করা, একশন বাটন যোগ করা, SEO এবং Adsense Add অপটিমাইজেশন সঠিক ভাবে প্রয়োগ করা ইত্যাদি বিষয়ে আপনি জানতে পেরেছেন। যদি লেখাটি পড়ে আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। পোস্ট সম্পর্কে আপনার যেকোন মতামত কমেন্টে জানিয়ে দিবেন, ধন্যবাদ।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url